Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কার্যক্রমের বিবরণঃ

(1)           সরকারী শ্রবণ প্রতিবন্ধী বিদ্যলয়ে ইশারা ভাষা, হিয়ারিং এইড যন্ত্র, ওষ্ঠপাঠ, চার্ট মডেল ও অন্যান্য উপকরণ ব্যবহারের মাধ্যমে ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করা হয়।

(2)          সরকারী দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে রাইটিং ফ্রেম, পারকিং, ব্রেইল রাইটার মেশিন, ষ্টাইলাস, ব্রেইল পেপার, এ্যাবাকাস ও ব্রেইল পদ্ধতির পাঠ্য বই এর মাধ্যমে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করা হয়।

(3)         বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব জ্ঞান দান করা হয়।

(4)           প্রতিবন্ধীদের আবাসিক ভাবে লালন-পালন করা হয়।

(5)          বৃক্ষ রোপন।

(6)          চিত্ত বিনোদন।

(7)          মৎস চাষ।

(8)          বার্ষিক শিক্ষা সফর ও ক্রীড়া অনুষ্ঠান।

(9)          শ্রেণীতে ২টি সাময়িক ও বার্ষিক পরীক্ষা নেওয় হয়।

(10)       তাত্ত্বিক পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।