Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

এ  উপমহাদেশের  সমাজকল্যাণের  ক্ষেত্রে  গৌরবময়  ঐতিহ্য  এবং  সমৃদ্ধ  ইতিহাস  থাকলেও  ভারত বিভক্তির কারণে তদানীন্তন সময়ে  ঢাকাসহ  বিভিন্ন  শহরে  ভারত  হতে   আগত   মোহাজেরগণ   অভিবাসন   গড়ে   তোলে ।  এর  ফলে  বেশকিছু  সামাজিক  ও  সাংস্কৃতিক  সমস্যা  দেখা দেয় ।  এ  সমস্যা  মোকাবেলার জন্য জাতিসংঘ থেকে প্রেরিত বিশেষদের পরামর্শ অনুযায়ী সরকার ১৯৫৫ সালে Dhaka Urban Development Board গঠন করেন। এ বোর্ডের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঢাকার কায়েতটুলিতে ঐ বছরেই পরীক্ষামূলকভাবে Urban Community Development Project(UCDP) চালু করা হয়। এ সময়ে ১৯৫৬ সালে স্বেচ্ছাসেবী সমাজকর্মকে অনুপ্রাণিত ও প্রাতিষ্ঠানিক করণের জন্য গঠিত হয় জাতীয় সমাজকল্যাণ পরিষদ। এ পরিষদ স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠন সৃষ্টির পাশাপাশি ১৯৫৭ সালে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম প্রবর্তন করে।